Saturday, September 9, 2017

A Game That Play Against Life! ।। জীবন নিয়ে খেলা!

See below for English...

Did You Know?

গেমটির নাম ‘ব্লু হোয়েল গেম’। যা ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ নামেও পরিচিত। এই গেমে খেলোয়াড়দের বিভিন্ন কাজ সম্পন্ন করতে দেয়া হয়।পুরো কাজের সিরিজ সম্পন্ন করার জন্য সময় থাকে ৫০ দিন। প্রতিটি কাজ সম্পন্ন হওয়ার পর একটি করে ছবি পাঠাতে হয় গেমারকে। একদম সবশেষে চূড়ান্ত কাজ হিসেবে খেলোয়াড়কে আত্মহত্যা করতে বলা হয়। অবাক হচ্ছেন? এটি আসলেই একটি গেম!
 এই গেমটি ২০১৩ সালে রাশিয়ায় ‘এফ ৫৭’ নামে যাত্রা শুরু করে। আর গেম খেলার কারণে প্রথম আত্মহত্যার অভিযোগ আসে ২০১৫ সালে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হওয়া ফিলিপ বুদেইকিন নামের একজন মনোবিদ্যা শিক্ষার্থী এই গেমটি বানিয়েছেন। আপনি জেনে অবাক হবেন, এই গেমটিবানানোর পিছনে তার উদ্দেশ্যই ছিল, সমাজে যাদের কোনও মূল্য নেই তাদেরকে আত্মহত্যার দিকে প্ররোচিত করা। আর এর মাধ্যমেই নাকি তিনি সমাজকে পরিষ্কার করতে চান!এখন পর্যন্ত অন্তত ১৬ জন কিশোরী আত্মহত্যা করেছেন শুধুমাত্র এই গেমটি খেলে!
সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলায় এই গেমের শিকার হয়েছেন একজন। পার্থ সিং নামের ১৩ বছর বয়সী এই কিশোর আত্মহত্যা করেছেন। তার হাতে ছিল বাবার ফোন, যেখানে গেমটি চলছিল।ছেলেটি নাকি বেশ কয়েকদিন ধরেই এই গেমটি খেলছিল। ভয়ঙ্কর এই গেমটি ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে গেমটির ডেভলাপারকে।


The name of the game is "Blue Whale Game" which is also known as 'Blue Whale Challenge'. The players in this game are asked to do various tasks. There is a time limit of 50 days to complete the whole work series. After completing each task player had to send pictures of each task. At the end of the game, the player was asked to commit suicide as the final task. Are you surprised? Yes, that’s the game!   
Blue Whale began in Russia in 2013 with "F57", allegedly caused it first suicide in 2015. Phillip Budykin, a student of psychology who has been expelled from the university, made this game. The main purpose behind creating this game was to motivate those to commit suicide who has no contribution to the society. By doing this he wants to clean the society! Till now at least 16 teenagers have committed suicide only by playing this game!
Recently, one of the victims of this game was attacked in Hamirpur district of Uttar Pradesh, India, neighboring country. A 13-year-old teenager, named Partha Singh, committed suicide. He was playing this game on his father's phone. The boy was playing this game for the last few days. This dangerous game has already been removed from Google Play Store; the game developer has been arrested.

Source:EasyNet

0 comments:

Post a Comment