See below for English...
কেমন যাবে এই সপ্তাহটি? জেনে নিন এখনই-
অনেকেই এ সপ্তাহে আপনার মনে আঘাত দিতে চেষ্টা করবে। এসব গ্রাহ্য করবেন না। আপনি নিজের মতো করে পথে চলুন।
চলতি সপ্তাহটি আপনার আচমকা আনন্দে ভরে উঠবে। শুভানুধ্যায়ীদের শুভ কামনা নিয়ে সামনে এগিয়ে চলুন। শুভ হোক আপনার!
মানুষের মাঝে দোষ হচ্ছে অসহিষ্ণুতা ও লোভ। মেষ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে ওই দুটি দোষ সম্পর্কে সচেতন থাকা। আপনার চলতি সপ্তাহ বেশির ভাগটাই শুভ।
আপনার কষ্ট বাড়বে না, কিন্তু অন্যের কষ্টে আপনার মন কাঁদবে। প্রিয় বৃষ, চলতি সপ্তাহে আপনি আপনার কষ্টবোধ নিয়ে অন্যের পাশে দাঁড়ান। আপনাকে সবার প্রয়োজন আছে।
মিথুনের মনের জোর সম্পর্কে আমরা সবাই অবহিত আছি। প্রিয় মিথুন, মনের শক্তি দিয়ে নিজ দুঃখ-কষ্টকে সরিয়ে ফেলুন। আপনি পারবেন।
আপনার আবেগ এ সপ্তাহে শীর্ষবিন্দুতে গিয়ে পৌঁছাতে পারে। তাই সপ্তাহের গোড়া থেকেই আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শুভ হোক আপনার!
সামান্য একটু যে কষ্ট পাবেন, সে কষ্টটাকে সহজ মনে মেনে নিতে চেষ্টা করবেন। শুভ হোক সপ্তাহ আপনার!
এ সপ্তাহে আপনাকে এই কথাটাই বলতে চাই যে আপনি আপনার সামাজিক যোগাযোগ চালু রাখুন। সবার সঙ্গে সমানতালে মিশতে পারলে আপনার সাপ্তাহিক সাফল্য কাছে এসে ধরা দেবে।
মোটামুটি ভালোই কাটবে আপনার চলতি সপ্তাহ। তবে এ সপ্তাহে যার-তার কথায় বিচলিত হবেন না। নিজের শক্তির ওপর আস্থা রাখুন। জয় হোক!
এ সপ্তাহে নিজেকে বলুন, ‘ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু’। তাহলে বুঝে নিন, সপ্তাহটি আপনার জন্য একটি কর্মব্যস্ত এবং সফল সপ্তাহ হবে। এইটুকু মনে রেখে সপ্তাহ শুরু করুন।
প্রিয় ধনু, চলতি সপ্তাহে আপনার আত্মশক্তির উদ্বোধন ঘটবে।
কাজ কম করুন, ভাবুন বেশি। এ সপ্তাহে আপনার পরিকল্পনাগুলো চমৎকার রূপ নেবে। সপ্তাহ শেষে আপনি তৃপ্ত মন নিয়ে বিছানায় যেতে পারবেন।
Let’s see how this week will turn out to be-
People will try to hurt you. Do not take those into account and go ahead with your plan.
This week will give you happiness. Go ahead with the well wishes. Stay happy.
The biggest fault in people is they are greedy and impatient. Your duty is to be conscious about these faults. This week you will be happy mostly.
Difficulties in your life will not increase but your heart will cry for those who are struggling. Please stand beside the misfortunates dear Taurus. People need you.
We are well aware of the Gemini’s determination. Dear Gemini, wipe away all your struggles, you can.
Your emotions will be at peak this week. So try to keep your emotions in check from the beginning of this week. Have a happy Friday.
Even if you experience a little pain, try to embrace it. You will have a happy week.
Try to be social. Mix with people and you will have this week’s success.
You will have a pretty decent week. But do not be bothered about what people say, try to be confident and you will succeed.
Push yourself this week. This week will be a busy yet successful one for you
Dear Sagittarius, you will find out your inner strength again this week.
Think before you leap. Your planning will turn out amazing this week. At the end of this week you will be happy with your success.
Source:EasyNet
Source:EasyNet
0 comments:
Post a Comment