Sunday, September 10, 2017

// // Leave a Comment

সৃষ্টির রহস্য উদঘাটনে আবিষ্কার! ।। Experiment for exploring the mystery of creation.


See below for English...

সৃষ্টির রহস্য উদঘাটনে আবিষ্কার!

অজানাকে জানার চেষ্টা আমাদের বরাবরই। আর সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগিয়ে গিয়েছে বিজ্ঞানীরা। আজকের এই দিনটি বিজ্ঞানের গবেষণার ইতিহাসে অবিস্বরণীয় একটি দিন। কারন ২০০৮ সালের এই দিনে মহাবিশ্বে ঘটে যাওয়া জানা-অজানার ছোট থেকে ছোট তথ্য খোঁজার উদ্দেশ্যে অবশেষে চালু হয় লার্জ হেডরন কোলাইডার বা এলএইচসি নামের একটি মহাযন্ত্র। বলা হয়ে থাকে ঈশ্বরের কণা এর খোঁজ করতেই এই গবেষণা। আসলে সৃষ্টির শুরু যে বিগ ব্যাং, এর পূর্বাবস্থা এবং সবচেয়ে প্রাচীন কণা কে নিয়ে গবেষণার জন্য এই প্রজেক্ট, যেখানে কৃত্রিম ভাবে বিগ ব্যাং এর পরিবেশ সৃষ্টি করা হয়।
এটি ভূগর্ভের প্রায় একশো মিটার নীচে অবস্থিত বৃত্তাকার একটি টানেল। যার ব্যাস ২৭ কিলোমিটার৷ এখন পর্যন্ত বিজ্ঞানের ইতিহাসে আবিষ্কৃত যন্ত্রের মধ্যে এটিই সবচেয়ে জটিল মেশিন৷ যা বানাতে খরচ হয়েছে প্রায় ৩.৭৬ বিলিয়ন ইউরো৷ আর সময় লেগেছে কত জানেন? প্রায় দুই দশক!
২০০৮ সালের আজকের এই দিনে মেশিনটি চালু করা হয়। এই মহাযন্ত্র থেকে প্রাপ্ত তথ্য পেতে 'দ্য গ্রিড' নামের এক বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বের অসংখ্য কম্পিউটার যন্ত্রটির সাথে যুক্ত করা হয়েছে।
জেনেভা শহরের অদূরে অবস্থিত সুইস-ফরাসী সীমান্তে ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থা (সিইআরএন)-এর বিজ্ঞানীরা কণার রশ্মি ভাঙার এই মেগাযন্ত্র প্রথমবারের মতো চালু করেন ১০ই সেপ্টেম্বর ২০০৮ সালে।  ধারণা করা হয়, এখন পর্যন্ত বিজ্ঞানের আবিষ্কার করা সকল যন্ত্রের মধ্যে লার্জ হেডরন কোলাইডারই ছিল সবচেয়ে ব্যয়বহুল একটি যন্ত্র। বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্য ভেদ করতেই মূলত বিজ্ঞানীরা এই আবিষ্কারের দিকে মনোনিবেশ করেছেন। ‘বিগ ব্যাং'-এর পর যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, তখন সব মৌলিক শক্তি ঐক্যবদ্ধ ছিল৷ সে সময়কার অবস্থা ঠিক কেমন ছিল? সৃষ্টির সময়কার সেই রহস্য ভেদ করতেই ব্যাতিব্যস্ত হয়ে ওঠা বিজ্ঞানীদের আবিষ্কারের ফলাফলই হল এই লার্জ হেডরন কোলাইডার! 



Experiment for exploring the mystery of creation.

Human are curious in nature. Scientists have moved to one more step ahead to meet the curiosity. This day is a remarkable day in the history of research science. Because of this, on this day of 2008, a small epic machine called Led Hedon Collider (LHC), finally launched to find the smallest known and unknown information that is happening in the universe. It is said that the research is mainly conducted to get information about God's particle.
It is a round tunnel which is located about a hundred meters below the ground. Its diameter is 27 kilometers. This is the most complex machine in the history of science. It cost around 3.76 billion Euros to make this machine. Do you know how much time it took? Around two decades!
On this day of 2008, the machine was introduced. To get the information from this machine, a special network called 'The Grid' has been linked with numerous computer machines around the world.
At the border between Geneva and the Swiss-French border, scientists of the European Atomic Research Agency (CERN) launched this mega-machine of particle rays for the first time on September 10, 2008. It is believed that, till now, Large Hadron Collider is the most expensive machines discovered in science. To explore the mystery of creation, scientists have focused on this topic. When the universe was formed after 'Big Bang', all the basic powers were united. How was the situation then? Large Header Collider is the result of the invention of scientists who were exploring the experiment the mysteries of creation!

Read More

Saturday, September 9, 2017

// // Leave a Comment

Local & Global News ।। সপ্তাহ জুড়ে দেশ বিদেশ

See below for English...

Around The Globe

সম্প্রতি রোহিঙ্গা সমস্যা আরো বেশি প্রকট রূপ ধারণ করেছে। আর এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশের উপর। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা ও আশারতলি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পাঁচ দিন ধরে অবস্থান করছে হাজারো রোহিঙ্গা। সেখানে তারা সীমান্তের ছয়টি পয়েন্টে পাহাড়ে পলিথিন দিয়ে তাঁবু টাঙিয়ে দিন কাটাচ্ছে। বিজিবির সতর্ক পাহারার কারণে তারা বাংলাদেশের ভেতরে ঢুকতে পারছে না।তবে বান্দরবনে না পারলেও কক্সবাজার ও টেকনাফে সমুদ্রপথে অনেকেই চেষ্টা করে চলেছে বাংলাদেশে আসার। যার ফলে গত কিছুদিন নৌকাডুবিতে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু মারা গিয়েছে।

চলমান দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ একেবারের মতন দেশ ছেড়েছেন। আদালতের রায়ে পদচ্যুত হওয়ার পর গত বুধবার লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।যদিও নিজের এই সফরকে সবার কাছে অসুস্থ স্ত্রীর সাথে দেখা করতে যাওয়ার সফর বলেই জানিয়েছেন নওয়াজ শরীফ। উল্লেখ্য, ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী নওয়াজ। পরের বছর দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। পরে সৌদি আরবে নির্বাসিত জীবন কাটান। ২০০৭ সালে দেশে ফেরেন তিনি।

প্রতিবারের মতন এবারেও দেশে বেশ খানিকটা যানজট তৈরি হয়েছে ঈদ উল আযহায় বাড়ি ফেরাকে কেন্দ্র করে। তবে কিছু মহাসড়কে প্রচন্ড জ্যাম থাকলেও কয়েকটি রাস্তা রয়েছে একেবারেই ফাঁকা। তাই বাড়ি যাওয়ার ক্ষেত্রে কেউ যেমন মুখোমুখি হচ্ছেন অসম্ভব সমস্যার, তেমনি অনেকে পৌঁছে যাচ্ছেন খুব দ্রুত। যে স্থানগুলোতে অন্যান্য বছর প্রচন্ড জ্যাম দেখতে পাওয়া যায়, সেগুলোতে এই ঈদে যান সংকট তৈরি হয়েছে। ঈদে যানজটের জন্য সবার কাছে বেশ ভয়ঙ্কর একটি রাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ বছর বেশ ফাঁকা রয়েছে এই মহাসড়কটিও।

Recently the Rohingya problem has become more acute. Its impact is affecting Bangladesh. Thousands of Rohingya have been staying in No Man's land for five days on the Chakdhala and Ashartali border of Naikhongchari sadar union of Bandarban. There they are living under the tents made of polythene in the six points of the border. They are unable to enter Bangladesh because of the guards of BGB. As they cannot  enter  in to the Bandarban, ,many people are trying to enter  Bangladesh via Cox's Bazar and Teknaf . As a result, a number of Rohingya women, men and children have died in boat shed for the last few days.

Former Prime Minister Nawaz Sharif, who is accused in running corruption and money laundering, left the country forever.  After the Deposed of the court, he left the country for London on Wednesday. Although Nawaz Sharif said he is going to meet everyone and also his sick wife. It is to be noted that Prime Minister Nawaz Sharif was ousted in a military coup in 1999. Later, he spent his exile in Saudi Arabia. He returned to the country in 2007.

As usual, a lot of traffic has been made in the country  during returning home to celebrate Eid-ul-Azha. Although some highways have heavy jams, there are few roads which are completely empty. So, in this difficult situation, some are facing trouble to go home where many are getting it very quickly . In some places where tremendous jam has been seen for other years, there crisis has been created in this Eid for transportation. Dhaka-Chittagong Highway is a very dangerous road for everyone to ride the Eid. This highway is quite empty this year.


Source:EasyNet
Read More
// // Leave a Comment

A Game That Play Against Life! ।। জীবন নিয়ে খেলা!

See below for English...

Did You Know?

গেমটির নাম ‘ব্লু হোয়েল গেম’। যা ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ নামেও পরিচিত। এই গেমে খেলোয়াড়দের বিভিন্ন কাজ সম্পন্ন করতে দেয়া হয়।পুরো কাজের সিরিজ সম্পন্ন করার জন্য সময় থাকে ৫০ দিন। প্রতিটি কাজ সম্পন্ন হওয়ার পর একটি করে ছবি পাঠাতে হয় গেমারকে। একদম সবশেষে চূড়ান্ত কাজ হিসেবে খেলোয়াড়কে আত্মহত্যা করতে বলা হয়। অবাক হচ্ছেন? এটি আসলেই একটি গেম!
 এই গেমটি ২০১৩ সালে রাশিয়ায় ‘এফ ৫৭’ নামে যাত্রা শুরু করে। আর গেম খেলার কারণে প্রথম আত্মহত্যার অভিযোগ আসে ২০১৫ সালে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হওয়া ফিলিপ বুদেইকিন নামের একজন মনোবিদ্যা শিক্ষার্থী এই গেমটি বানিয়েছেন। আপনি জেনে অবাক হবেন, এই গেমটিবানানোর পিছনে তার উদ্দেশ্যই ছিল, সমাজে যাদের কোনও মূল্য নেই তাদেরকে আত্মহত্যার দিকে প্ররোচিত করা। আর এর মাধ্যমেই নাকি তিনি সমাজকে পরিষ্কার করতে চান!এখন পর্যন্ত অন্তত ১৬ জন কিশোরী আত্মহত্যা করেছেন শুধুমাত্র এই গেমটি খেলে!
সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলায় এই গেমের শিকার হয়েছেন একজন। পার্থ সিং নামের ১৩ বছর বয়সী এই কিশোর আত্মহত্যা করেছেন। তার হাতে ছিল বাবার ফোন, যেখানে গেমটি চলছিল।ছেলেটি নাকি বেশ কয়েকদিন ধরেই এই গেমটি খেলছিল। ভয়ঙ্কর এই গেমটি ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে গেমটির ডেভলাপারকে।


The name of the game is "Blue Whale Game" which is also known as 'Blue Whale Challenge'. The players in this game are asked to do various tasks. There is a time limit of 50 days to complete the whole work series. After completing each task player had to send pictures of each task. At the end of the game, the player was asked to commit suicide as the final task. Are you surprised? Yes, that’s the game!   
Blue Whale began in Russia in 2013 with "F57", allegedly caused it first suicide in 2015. Phillip Budykin, a student of psychology who has been expelled from the university, made this game. The main purpose behind creating this game was to motivate those to commit suicide who has no contribution to the society. By doing this he wants to clean the society! Till now at least 16 teenagers have committed suicide only by playing this game!
Recently, one of the victims of this game was attacked in Hamirpur district of Uttar Pradesh, India, neighboring country. A 13-year-old teenager, named Partha Singh, committed suicide. He was playing this game on his father's phone. The boy was playing this game for the last few days. This dangerous game has already been removed from Google Play Store; the game developer has been arrested.

Source:EasyNet
Read More
// // Leave a Comment

Red meat and risk of heart disease।। মাংস খেলে কি হৃদরোগ হবে?



See below for English...

মাংস খেলে কি হৃদরোগ হবে? health ,meat disease



মাংস খেলে কি হৃদরোগ হবে?

সুস্থ থাকার জন্য সব রকমের খাবার ও পুষ্টিগুণের সমন্বয় প্রয়োজন এ বিষয়ে সন্দেহ নেই। তবে মানবদেহ প্রকৃতির এক জটিল সৃষ্টি। একে সচল রাখতে শুধু খাবার যথেষ্ট নয়, খাবারের থেকে পুষ্টি আহরণের জন্য প্রকৃতিপ্রদত্ত নানা প্রক্রিয়ার মিথস্ক্রিয়া ঘটে থাকে শরীরের অভ্যন্তরে। আর এর সবকিছুর উপরই নির্ভর করে কোন খাবার আমাদের স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করবে। জেনে নিন টনিকের সাথে।
গরু, খাসি ইত্যাদির মাংস অর্থাৎ লাল মাংস খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে এধরণের একটি মতামত অনেকেই পোষণ করে থাকেন। এর পক্ষে প্রধান যুক্তি হল, এই মাংসে কারনিটিন নামে একটি পদার্থ থাকে। এটি আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে এমন কিছু যৌগ তৈরী করে যা রক্তনালীর দেয়ালের পুরুত্ব বাড়িয়ে দেয়। কারনিটিন আমাদের শরীরে এমনিতেও তৈরী হয়, তবে খাবারের মাধ্যমে আসা এই বাড়তি কারনিটিন প্রয়োজনীয় মাত্রার চেয়ে বেশী হয়ে গেলেই সমস্যা। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্ত্রের ব্যাকটেরিয়া। আমাদের দেহে যেমন বিভিন্ন ধরণের ব্যাকটেরিয়ার বাস, তেমনি আমরা খাবারের সাথে সবসময়ই কিছু না কিছু ব্যাকটেরিয়াও গ্রহণ করে থাকি। এদের প্রভাব পড়ে খাদ্য পরিপাকসহ বিপাকক্রিয়ার প্রতিটি পর্যায়ে।
অর্থাৎ হৃদরোগ আমাদের খাদ্যাভ্যাসসহ আরো অনেক কিছুর উপর নির্ভর করে, যার সবগুলো হয়তো এখনো আমাদের জানা নেই। হৃদরোগের ঝুঁকি কমাতে তাই আমাদের উচিত হবে রোগের যে সম্ভাব্য কারণটি আমাদের জানা আছে তা এড়িয়ে চলা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডাঃ সোহেল এ ব্যাপারে বলেন, পশ্চিমা দেশগুলোতে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে দীর্ঘদিন ধরে বেশী পরিমাণে লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস খেলে হৃদরোগ, অন্ত্রের ক্যান্সার, টাইপ ২ ডায়াবেটিসসহ সামগ্রিকভাবে নারী পুরুষ নির্বিশেষে মৃত্যুর ঝুঁকি বাড়ে। তাই গরু ও খাসির মাংস কিছুটা নিয়ন্ত্রিত ভাবে খাওয়া আমাদের হৃদযন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর।
খাবারের সাথে স্বাস্থ্যের সম্পর্ক নিবিড়। কোন খাবারকেই পুরোপুরি নিরাপদ বা ক্ষতিকর বলে দেয়া যায় না, বরং প্রয়োজন সঠিক ভারসাম্যের। গরু-খাসির মাংসের বেলাতেও এটি প্রযোজ্য। তাই হৃদরোগ থেকে বাঁচতে লাল মাংস পরিমিতভাবে খান, আর ভালো লাইফস্টাইল অনুসরণ করুন।  


Our body requires a correct balance of all nutrients to remain hale and hearty. But when we come to think of all the processes that run inside the body, not only are the nutrients playing a role, so are the bacteria present in our gut that are equally responsible for our health. Learn more with Tonic.
It has been said that those that eat red meat are more prone to heart. The reason behind all this is majorly related to the fact, that these foods contain a chemical carnitine, which the bacteria in the gut utilize to generate compounds which in turn enhance the thickening of the arteries and the veins. As carnitine is already prepared by our body as per its requirements, we do not need to take in extra carnitine in our diets and it is not an essential nutrient.
It is this fact that has harbored the question time and again as to whether red meat eaters are more prone to heart diseases or not. A number of scientists have come out with possible explanations that this statement is neither entirely a myth nor totally a fact. It is correct that redder the meat, more the carnitine content in it. But carnitine alone is not to be blamed. It is the bacteria in our gut that have a primary role to play in it.
So, we cannot blame a food entirely to increase the risk of certain disease. To beat the stress, we must eat in a controlled manner all that we find could cause problems. As re-iterated by Dr. Sohel from the National Heart Foundation, “Epidemiological studies in Western countries indicates that the long-term consumption of increasing amounts of red meat and particularly of processed meat is associated with an increased risk of total mortality, cardiovascular disease, colorectal cancer and type 2 diabetes, in both men and women. Therefore, moderation in red meat consumption is a healthy lifestyle choice for general population for prevention of heart disease.”
Although no food is totally harmful, no food is totally safe too. Red meat, although a delight to the appetite of some, has some risk to the heart, if not consumed moderately. Strike a balance and enjoy the tastes.

Source:EasyNet
Read More
// // Leave a Comment

কেমন যাবে এই সপ্তাহটি? ।। Let’s see how this week will turn out to be

See below for English...


Horoscope,রাশিফল
কেমন যাবে এই সপ্তাহটি? জেনে নিন এখনই-
image_upload43076fd22.png   কুম্ভরাশি (জানুয়ারী ২০ - ফেব্রুয়ারী ১৮)
অনেকেই এ সপ্তাহে আপনার মনে আঘাত দিতে চেষ্টা করবে। এসব গ্রাহ্য করবেন না। আপনি নিজের মতো করে পথে চলুন।
   মীনরাশি (ফেব্রুয়ারি ১৯ - মার্চ ২০) 
চলতি সপ্তাহটি আপনার আচমকা আনন্দে ভরে উঠবে। শুভানুধ্যায়ীদের শুভ কামনা নিয়ে সামনে এগিয়ে চলুন। শুভ হোক আপনার!
image_uploadabb54ab12.png  মেষরাশি (মার্চ ২১ - এপ্রিল ১৯) 
মানুষের মাঝে দোষ হচ্ছে অসহিষ্ণুতা ও লোভ। মেষ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে ওই দুটি দোষ সম্পর্কে সচেতন থাকা। আপনার চলতি সপ্তাহ বেশির ভাগটাই শুভ।
image_upload9c4759d22.png  বৃষরাশি  (এপ্রিল ২০ - মে ২০)
আপনার কষ্ট বাড়বে না, কিন্তু অন্যের কষ্টে আপনার মন কাঁদবে। প্রিয় বৃষ, চলতি সপ্তাহে আপনি আপনার কষ্টবোধ নিয়ে অন্যের পাশে দাঁড়ান। আপনাকে সবার প্রয়োজন আছে।
image_uploada43059d22.png   মিথুনরাশি (মে ২১ - জুন ২০)
মিথুনের মনের জোর সম্পর্কে আমরা সবাই অবহিত আছি। প্রিয় মিথুন, মনের শক্তি দিয়ে নিজ দুঃখ-কষ্টকে সরিয়ে ফেলুন। আপনি পারবেন।
image_upload53b5acb22.png   কর্কটরাশি (জুন ২১ - জুলাই ২২)
আপনার আবেগ এ সপ্তাহে শীর্ষবিন্দুতে গিয়ে পৌঁছাতে পারে। তাই সপ্তাহের গোড়া থেকেই আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শুভ হোক আপনার!
image_upload5686b7022.png   সিংহরাশি (জুলাই ২৩ - আগস্ট  ২২)
সামান্য একটু যে কষ্ট পাবেন, সে কষ্টটাকে সহজ মনে মেনে নিতে চেষ্টা করবেন। শুভ হোক সপ্তাহ আপনার!
image_upload3f2aa7322.png   কন্যারাশি (আগস্ট ২৩ - সেপ্টেম্বর ২২)
এ সপ্তাহে আপনাকে এই কথাটাই বলতে চাই যে আপনি আপনার সামাজিক যোগাযোগ চালু রাখুন। সবার সঙ্গে সমানতালে মিশতে পারলে আপনার সাপ্তাহিক সাফল্য কাছে এসে ধরা দেবে।
image_upload0fef47522.png   তুলারাশি (সেপ্টেম্বর ২৩ - অক্টোবর ২২)
মোটামুটি ভালোই কাটবে আপনার চলতি সপ্তাহ। তবে এ সপ্তাহে যার-তার কথায় বিচলিত হবেন না। নিজের শক্তির ওপর আস্থা রাখুন। জয় হোক!
image_uploadcbc329822.png   বৃশ্চিকরাশি (অক্টোবর ২৩-নভেম্বর ২১)
এ সপ্তাহে নিজেকে বলুন, ‘ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু’। তাহলে বুঝে নিন, সপ্তাহটি আপনার জন্য একটি কর্মব্যস্ত এবং সফল সপ্তাহ হবে। এইটুকু মনে রেখে সপ্তাহ শুরু করুন।
image_upload338d61e22.png   ধনু  (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
প্রিয় ধনু, চলতি সপ্তাহে আপনার আত্মশক্তির উদ্বোধন ঘটবে।
image_upload3c355fd22.png   মকর (ডিসেম্বর ২২ - জানুয়ারী ১৯)
কাজ কম করুন, ভাবুন বেশি। এ সপ্তাহে আপনার পরিকল্পনাগুলো চমৎকার রূপ নেবে। সপ্তাহ শেষে আপনি তৃপ্ত মন নিয়ে বিছানায় যেতে পারবেন।


Let’s see how this week will turn out to be-
image_upload43076fd22.png  Aquarius (Jan 20 – Feb 18)
People will try to hurt you. Do not take those into account and go ahead with your plan.
  Pisces (Feb 19 – Mar 20)  
This week will give you happiness. Go ahead with the well wishes. Stay happy.
image_uploadabb54ab12.png Aries (Mar 21 – Apr 19)  
The biggest fault in people is they are greedy and impatient. Your duty is to be conscious about these faults. This week you will be happy mostly.
image_upload9c4759d22.png Taurus (Apr 20 – May 20)
Difficulties in your life will not increase but your heart will cry for those who are struggling. Please stand beside the misfortunates dear Taurus. People need you.
image_uploada43059d22.png  Gemini (May 21 – June 20)
We are well aware of the Gemini’s determination. Dear Gemini, wipe away all your struggles, you can.
image_upload53b5acb22.png  Cancer (June 21 – July 22)
Your emotions will be at peak this week. So try to keep your emotions in check from the beginning of this week. Have a happy Friday.
image_upload5686b7022.png  Leo (July 23 – Aug 22)
Even if you experience a little pain, try to embrace it. You will have a happy week.
image_upload3f2aa7322.png  Virgo (Aug 23 – Sept 22)
Try to be social. Mix with people and you will have this week’s success.
image_upload0fef47522.png  Libra (Sep 23 – Oct 22)
You will have a pretty decent week. But do not be bothered about what people say, try to be confident and you will succeed.
image_uploadcbc329822.png  Scorpio (Oct 23 – Nov 21)
Push yourself this week. This week will be a busy yet successful one for you
image_upload338d61e22.png  Sagittarius (Nov 22 – Dec 21)
Dear Sagittarius, you will find out your inner strength again this week.
image_upload3c355fd22.png  Capricorn (Dec 22 – Jan 19)
Think before you leap. Your planning will turn out amazing this week. At the end of this week you will be happy with your success.


Source:EasyNet
Read More

Thursday, September 7, 2017

// // Leave a Comment

'Time Travel' । Part 2

time travel
Those who miss the 1st part. For them here... 1st Part

★ ★ Why 3 years the Earth tour 50
Years (approximately)?
-You probably don't know that a lot of time
Not at the same speed in all places.
Yes, many from the Earth at the time of the Earth from the heaven located on many slow. But it depends on the distance. However, the distance stays the same.
From this, it is understandable that
Need a place to time ter rajavel
At the time of the Earth where compared to slow.
And space for this sub.
Let's analyze mathematically,
Catch,
Earth 2 hours = space 30 minutes (I think)
In other words, spend 30 minutes in heaven
If you go on the Earth at the speed of light it
2 hours back!
Because of the difference of speed of the incident.
★ Why the speed of light to be on?
-Are you normal riding a rocket.
It was less than the speed of you in 30 minutes
At a distance of less than. But the Earth still
2 hours will not be fulfilled.
Because the laws of physics,
The distance and time based on speed (s = vt).
In other words, the higher the speed, the distance
It will take less time and will be back!
In this case, only the light or near speed
Will work.
Because the time is too large rajavel ter.
Today over here.
The next episode soon.
Read More

Tuesday, September 5, 2017

// //

So Power Brings Success

"Today is hard, tomorrow will be worse, but the day after tomorrow will be sunshine"
Such inspiration is her robe who crossed boundaries and the end of success.



Take secondary twice in three primary, University admission test for the job, with three passed 30 times and I failed. When in China, KFC, 24 people applied for a job.

Among 23 people still missing, and only one job that the person has a job for ammeh five has been studied, other than these four job applicants only. After denied denied admission to Harvard University ammeh saw 10 times 10 times your application denied.


He became one of the largest online world which said he based
Company founder and Chairman JACK MA of Alibaba dotcom.

Jack Ma, about Jack ma, alibaba
Today's e-commerce era has so far moved a pawn to the feet.
Full name A K A MA YAN.
Born October 15, 1964, China's jajarjaih province, harjuy a noimenbartat family. His birthplace was harzu tourism area. Fobores magazine ranked 33 in the world as Jack Ma rich amount of total assets barakertiatar 21 18.6 billion in failed after comparing times kill Jack doler grew from point hope of established, just not imaginable.


Non-stop trying, he came to this position. When the mother of learning English to be outdoors with the tourists. The same with the name of an American tourist friends Jack connects the name. Jack's very good if not interested in studying mother was 100%. Why not pass for admission to College twice. At the end of the shokarshabon in many places failed a University English teacher job finally.


Along with China's economic development, a time better export trade. Jack Ma, a translation Center for merchants at that time. And his work is in the United States. Learn about the Internet for the first time there. Search with ' beer ' and was surprised he did not have any information about the Chinese beer. Back home, so a Web site from China made page. But success hatthano.
Then some friends made with today's most popular barshebbazare Web site Alibaba dot com. The journey started.


As soon as Jack had refused the mother's job for 30 times Jack Mar company, Alibaba, which China has built 14 million new jobs, Jack Ma founded Alibaba when all her crazy mother crazy Jack megazene Jack baltur called time. but Jack Ma He was disappointed about his nalir he gatarteir


Vibrant and lively man, Jack Ma. Dreams and has firm forward delete because of heart failure. Her dream man of evidence. He wants to fly kites in the sky dreamy. That is not a kite reel ..
Read More
// //

Simple Personal Website or Blogsite Spell with Blogger.com

Create a blog


  1. Sign in to Blogger.
  1. In the top left, click the Down arrow Down Arrow.
  1. Click New blog.
  1. Enter a name for your blog.
  1. Choose a blog address, or URL.
  1. Choose a template.
  1. Click Create blog.

Change the name of your blog


  1. Sign in to Blogger.
  1. In the left menu, click Settingsand thenBasic.
  1. Next to "Title," click Edit.
  1. Enter a new name for the blog.
  1. Click Save changes.

See how your blog looks

To view your blog, go to the top left and click View Blog
The following videos show the simple step-by-step.

Read More

Monday, September 4, 2017

// // Leave a Comment

What is VPN? Learn about VPN ...

vpn

VPN:

More or less all of us with the word. However, just as with the name, but is that what is most people do not know. Today we did our workVPN, will discuss in brief about the issue. "

Full form of VPN-Virtual Private
Network. Simple in its definition introduction, VPN is a fictional "Tunnel" through which Exchange information safely. This "Tunnel" or tunnel in reality does not exist, it is basically a private fantasy
Network mean that by
Exchange information safely on the Internet. Now we'll focus on the 'keyword ' hotels. The Internet is basically an open exchange of information. Since it is a public network that connects all the world here in the case of direct information exchange information leaked to a risk. To avoid this risk by using the Internet to connect your personal or private network VPN is a secure method. In this method, the user connects to the Internet and private networks in an imaginary tunnel.

VPN-VPN-shairenibaga different ways to classify.
For example, PPTP VPN, L2TP VPN Site to Site VPN, Remote Access VPN, IPsec, SSL, VPN, MPLS VPN, Hybrid etc. How a VPN server VPN VPN? client through an external network interface saujukhita. VPN-connected users and private network through the Internet to create an imaginary tunnel in (what we told you before). In this way information in encrypted transaction, so data stays safe. VPN for private
The network is a VPN server and VPN clients are configured in the user's PC. When a user connects to the network via VPN to its first private PC Internet connection after the VPN client must be confirmed via the VPN server login. After login if user is far from its network then he will find all the facilities to the private network.

VPN-what are the benefits?
1. VPN usage means you can exchange secure data.

2. Using VPN one will not be able to track your location.

3. IP address (Internet Protocol address) Hyde. In other words, there is no chance of the hacker.

4. Your Internet service provider can afford the flowers from the net speed.

5. VPN you can visit blocked sites to ISPs. For example, if YouTube is blocked in our country, then you can go on YouTube using the VPN.

6. This secure connection and encrypt data as a method of work. Means a virtual network to your VPN machine can connect with and your all data sent by the public domain quickly encrypt and hide from your browsing history, no track. So you're completely safe online.

However, such facilities are some difficulties after the VPN.
Its main disadvantage is that it will not give you access to download torrent files and it is completely Internet based. VPN service may be free or premium. Although
Most VPN service for coins. However, some of the popular free VPN service, which will provide you with the premium. Hotspot Shield ProXPN, for example,
Cybershost, SpotFlux, etc. SecurityKiss

Stay tuned to get useful tips.
Read More